লেখক খোরশেদ আলম বিপ্লবের ‘লাল চুড়ি’ উপন্যাসের মোড়ক উন্মোচন।
বিডিফোকাস২৪:
অমর একুশের বই মেলায় কবি ও সাহিত্যিক খোরশেদ আলম বিপ্লব রচিত লাল চুড়ি উপন্যাসের মোড়ক উন্মোচিত হয়েছে।
শুক্রবার (২রা এপ্রিল) বিকেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মনি হায়দার, কবি ও সাহিত্যিক ডি কে সৈকত, প্রকাশক এএসএম ইউনুছ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনপদ সংবাদ পত্রিকার সম্পাদক এমএম সাইফুল ইসলাম, কবি ও প্রকাশক মাহবুবা লাকি,
দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কবি পিয়না আফরোজ, রবিউল আহসান হিরা, মোফাজ্জল হোসেন, মিঠু, রবিউল আউয়াল রবি প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ‘বই মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে হলে স্কুলের গণ্ডি পার করতে পারেনি, এমন লেখক সম্পর্কে পড়াশোনা করতে হয়। বই মানুষের সুপ্ত প্রতিভা, মেধা-মননকে জাগ্রত করে। তাই বই পড়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।