Don't Miss
Home / সারাদেশ / হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত ৷

হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত ৷

বিডিফোকাস২৪:
চাঁদপুর জেলার মতলব উত্তরের হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৪জানুয়ারী শুক্রবার মেঘনার পাড় বকুলতলায় সকাল থেকে বিকেলে পর্যন্ত চলে মিলন মেলা। পুণর্মিলনীর উদ্বোধন করেন সাবেক ডিআইজি মো. সফিকুর রহমান পিপিএম।
হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন সভাপতি সোহরাব হোসেন খানের সভাপতিত্বে ও পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসন, সাংগঠনিক সম্পাদক মহসীন বেপারী ও খায়রুল আজিজ সাগরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এড. মুহাম্মদ আমান উল্ল্যাহ পিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো. জাকির হোসেন।

প্রধান আলোচক এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জনি। বিশেষ আলোচক ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতা মো. জাহাঙ্গীর আলম বেপারী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ব্যবসায়ী আবু হাসনাত মো. নোমান। বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন- হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আজিজ কবির, ইউপি সদস্য আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা আলহাজ্ব মো. বোরহান উদ্দিন সরকার, ওমর আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল প্রধান, রফিকুল ইসলাম মাষ্টার, মাওলানা ইমাম হোসেন সিবিএ নেতা শাহজাহান, সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথি মুহাম্মদ আমান উল্ল্যাহ পিপি বলেন, এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন ছাত্রছাত্রীদের মহা মিলনের সুযো করে দেয়। তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা প্রশাসনের বিভিন্ন স্থানে কর্মরত আছেন, এই বিদ্যালয়ের উন্নয়ন তথা এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

পৃষ্টপোষক মেসার্স গাজী ট্রেডার্সের স্বাত্তাধিকারী মো. নেওয়াজ আলী গাজী।
সমন্বয়ক পীর সাহেব হাশিমপুর দরবার শরীফ আলহাজ্ব মো. আশফাক আহমেদ, হাশিমপুর আহমদীয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন।
বিকালে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কমন গিফট ও র‌্যাফেল ড্র আয়োজন করা হয়।

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সায়েককে ফুলেল শুভেচ্ছা

সিলেট বিভাগীয় নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মঈনুল ...